হামলার মামলায় আসামিকে এক বছর বই পড়া ও সিনেমা দেখার সাজা
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৯:৩৫
মাগুরায় একটি হামলার মামলায় চাঞ্চল্যকর রায় দিয়েছেন আদালত। ইব্রাহিম হোসেন নামে অভিযুক্ত আসামিকে এক বছরের দণ্ড দেয়া হলেও তাকে কারা অভ্যন্তরে থাকতে হবে না। কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই মুক্তিযুদ্ধের উপর সুনির্দিষ্ট দুটি বই পড়তে হবে। দেখতে হবে একটি সিনেমা। লাগাতে হবে ৫টি বৃক্ষ। পড়তে হবে ইসলাম এবং নৈতিকতার উপর আরও দুটি বই। মঙ্গলবার বিকালে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান চাঞ্চল্যকর এই রায়টি দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রবেশন অফিসার মেহেতাজ আরা সালমার হাতে তুলে দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে- মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত হান্নান মোল্যার ছেলে। সে মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ইব্রাহিমের মা চায়না বেগমের সঙ্গে চাচি সায়লা খাতুনের বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ইব্রাহিম মায়ের পক্ষ নিয়ে ধারালো ছুরি দিয়ে চাচির উপর হামলা করে। এ ঘটনার পর সায়লা খাতুন মহম্মদপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ইব্রাহিম এবং তার মা চায়না বেগমকে আটক করে।