প্রবেশপত্র বাবদ চারশ’ টাকা না দেওয়ায় ২ ঘণ্টার বদলে মাত্র ১৫ মিনিট পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে হরিণাকুণ্ডুর এক শিক্ষকের বিরুদ্ধে। ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার আলীম মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার ২০২০ সালের দাখিল কৃষি শিক্ষার (ব্যবহারিক ও নির্দেশিকা) পরীক্ষা চলাকালীন ১৮ শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীরা সহপাঠীদের কাছ থেকে টাকা ধার করে দেওয়ার পর নির্ধারিত সময়ের পরে ১৫ মিনিট পরীক্ষা নেওয়া হয়েছে।পরীক্ষার্থী টনি জানান, সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দুই ঘণ্টা নির্ধারিত সময় ছিল পরীক্ষা। ১৮ জন পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে আসলে তাদেরকে কেন্দ্রে ঢুকতে নিষেধ করেন ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি প্রবেশপত্র বাবদ তাদের কাছে চারশ’ টাকা করে দাবি করেন। টাকা না দিলে তাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না বলেও জানান ওই শিক্ষক। এ সময় তাদেরকে ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেন