ভক্তদের সঙ্গে ‘হাই-ফাইভ’ নয়, খেলোয়াড়দের উদ্দেশে এনবিএ
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১১:০০
চীন থেকে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। ভাইরাসটি মোকাবিলায় বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ। যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন শতাধিক। এমন পরিস্থিতিতে দেশটির বাস্কেটবল লিগ কর্তৃপক্ষ এনবিএ খেলোয়াড়ের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা। করোনা মোকাবিলায় এনবিএ’র পক্ষ থেকে খেলোয়াড়দের ভক্তদের কিংবা অপরিচিত কারো সঙ্গে হাই-ফাইভ (পরস্পরের সঙ্গে হাত দিয়ে এক ধরনের উদযাপন) না করতে বলা হয়েছে। এর পরিবর্তে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এ ছাড়া খেলোয়াড়দের ভক্তদের কাছ থেকে