সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘বাবার উপহার’। তারেক স্বপনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান। নাটকের গল্পে দেখা যাবে—একজন সচেতন বাবা, তার তিন ছেলে ও এক মেয়ে। বাবা সব সময় চাইত তার সন্তানেরা হাসিমুখে একসঙ্গে থাকুক। একপর্যায়ে বাবা বৃদ্ধ হওয়ার পর মারা যান, মারা যাওয়ার সময় বড় ছেলের হাতে একটি সুন্দর উপহার দিয়ে যান। সে উপহারের কথা বড় ছেলে ছাড়া কেউ জানত না। বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ছোট দুই ছেলে ভাবত, তার বাবা গুপ্তধন রেখে গেছেন, যা বড় ভাই একাই ভোগ করে। তাদের বাবার একটা উপদেশ ছিল, তারা যেন কখনো আলাদা না হয় এবং তাদের মধ্যে কখনো যেন ঝগড়া-বিবাদ না হয়। তাই বাবার