গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ১৫:১৭

নিজস্ব সার্চ ইঞ্জিন অ্যাপ নিয়ে কাজ করছে হুয়াওয়ে। এটির নাম দেয়া হয়েছে ‘হুয়াওয়ে সার্চ’। এতে শুধু ব্রাউজার হোমপেজ নয়; স্পোর্টস, ওয়েদার, ইউনিট কনর্ভার্টার ও ক্যালকুলেটরের জন্যও আলাদা সেকশন থাকছে। বলা হচ্ছে, গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ। অ্যাপ গ্যালারি ও হংমেং ওএসের পাশাপাশি নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করা হুয়াওয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে এটি উন্মোচন হলে প্রতিষ্ঠানটি ব্যাপক সুফল পাবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি গ্রাহকদের জন্যও থাকছে বাড়তি সুবিধা। হুয়াওয়ে জানিয়েছে, ওয়েবপেইজ, ভিডিও, নিউজ, আর্টিকেল ও ইমেজ সার্চ করা যাবে এতে। অ্যাপটির সেটিংসে থাকবে টগল সার্চ হিস্ট্রি, টগল সেফ সার্চ, চেঞ্জ সার্চ রিজিয়ন ও চেঞ্জ ল্যাঙ্গুয়েজের অপশন। হুয়াওয়ে সার্চ অ্যাপ তৈরি করেছে হুয়াওয়ের বিনিয়োগ পাওয়া আইরিশ কোম্পানি অ্যাসপিগল লিমেটেড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us