চামড়া, মানুষের দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ফ্যাশন জগতের এক আভিজাত্যের উপকরণ। পায়ের জুতা থেকে ডিজাইনড জ্যাকেট, চামড়ার ব্যবহার প্রায় সবখানেই। প্রতিবছর সারাবিশ্বে এক বিলিয়নেরও বেশি প্রাণী হত্যা করা হয় শুধুমাত্র চামড়া শিল্পের জন্য। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপে এর প্রভাব পরিবেশের ওপর এতটাই বেশি যে পরিবেশ দূষণের দিক থেকে এই শিল্প বিশ্বে দ্বিতীয়। পণ্য তৈরিতে পশু চামড়ার এই একচেঁটিয়া আধিপত্য এখন প্রায় শেষের দিকে। সবুজ ভবিষ্যত্ গড়তে মেক্সিকোর দুই যুবক এরইমধ্যে আবিস্কার করেছেন চামড়া প্রস্তুতের বিকল্প পথ। পশু থেকে নয়, বরং ক্যাকটাস থেকে তৈরি হবে কৃত্রিম উদ্ভিজ্জ চামড়া। ফলে সব দিক থেকেই পরিবেশের দ্বিতীয় বৃহত্ দূষণকারী শিল্প পরিণত হবে পরিবেশবান্ধব শিল্পে।