অল্প বয়সেই বিলিয়নিয়ার এই তরুণী (ছবিসহ)

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১

যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। তার বয়স এখন ২১ হলেও তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। তিনি টিভি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। মার্কিন তারকা কিম কার্ডাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য কাইলি জেনার বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন প্রসাধনীর ব্যবসা থেকে। ‘কাইলি কসমেটিকস’–এর প্রতিষ্ঠাতা তিনি। কাইলি জেনার শুধুমাত্র নিজের আইফোন ব্যবহারই তার প্রসাধনী এবং কোম্পানির প্রচারণা করে থাকেন। আর এ কাজে তাকে সহায়তা করছেন মা শ্রিউড ক্রিস (৬৩)।  ২০১৫ সালে ঠোঁটের নানা অনুষঙ্গ নিয়ে প্রসাধনী ব্যবসা শুরু করেন কাইলি। এরপরে ২০১৬ সালে নিজের সেই প্রসাধনী ব্যবসার নাম দেন ‘কাইলি কসমেটিক’। ২০১৮ সালে তার প্রতিষ্ঠানের নেট ভ্যালু ৮০০ বিলিয়ন মার্কিন ডলার ছিলো প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস। তিন বছর আগে তৈরি করা প্রতিষ্ঠানটি গত বছরে আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের প্রসাধন বিক্রি করেছে। কিম কার্ডাশিয়ানের সৎ-বোন কাইলি জেনার তার ব্যবসা শুরু করেন ২০১৫ সালে। এ সময় ব্যবসার কাজে সহায়তার জন্য সঙ্গে নেন সাতজন কর্মী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us