পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করতে অনুমতির অপেক্ষায় র‌্যাব

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬

বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। ছবি: পূর্বপশ্চিম বহুল আলোচিত যুব মহিলালীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। তার বিরুদ্ধে বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, বুধবার রাতে মামলাগুলো ডিবি উত্তর বিভাগে হস্তান্তর করা হয়েছে। থানার মামলাগুলো তদন্ত করবে ডিবি। এদিকে র‌্যাবের আবেদনের বিষয়টি নিশ্চত করেছেন র‌্যাব-১-এর অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল। তিনি বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তাকে অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রাথমিকভাবে সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য জানার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। সম্পর্কিত খবর রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে: নাসিমরিমান্ডে বসেই ব্যবসায়ীকে হুমকি সুমন-পাপিয়ারপাপিয়াকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন: মান্না ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, পাপিয়া ১৫ দিনের রিমান্ডে আছে। র‌্যাবের দায়ের করা তিনটি মামলা ডিবিতে হস্তান্তর হয়েছে। গতকালই মামলা ডিবিতে আসায় জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us