আত্মহত্যার পক্ষে জার্মান আদালত

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭

২০১৫ সালে জার্মান সংসদে পাস হওয়া এক আইনে এ ধরনের আত্মহত্যা নিষিদ্ধ করা হয়েছিল৷ পরে মুমূর্ষু রোগী, চিকিৎসক ও আত্মহত্যায় সহায়তা করা বিভিন্ন সংস্থা এই আইনের বিরুদ্ধে মামলা করে৷ জার্মানির সর্বোচ্চ আদালত ‘ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট'-এর দেয়া রায়ের আরেক অংশ সবাইকে অবাক করেছে৷ আদালত বলেছে, একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার অনুমতি শুধু মুমূর্ষু রোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা৷ ‘‘জীবনের যে কোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে,'' বলে মন্তব্য করেছে আদালত৷ আত্মহত্যা নয়, বেঁচে থাকাই সঠিক সিদ্ধান্ত জীবন-মৃত্যুর প্রান্তে সামনে শূন্যতা৷ ঝাঁপ দিলেই সব শেষ৷ মত বদলের কোনো অবকাশ নেই৷ কিন্তু মনের কোণে সামান্য সংশয় তো থেকেই যায়৷ বেঁচে না থাকলে সেই সংশয় যাচাই করার কোনো উপায় আছে কি? আত্মহত্যা নয়, বেঁচে থাকাই সঠিক সিদ্ধান্ত আবেগ নয়, চাই যুক্তি পৃথিবী থেকে চিরবিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেও সেটি দ্রুত কার্যকর না করাই বুদ্ধিমানের কাজ৷ নেতিবাচক আবেগের কালো মেঘ কেটে গিয়ে যুক্তির খুঁটি আত্মহত্যার সিদ্ধান্ত মন থেকে দূর করতে পারে৷ আত্মহত্যা নয়, বেঁচে থাকাই সঠিক সিদ্ধান্ত চরম কষ্টের তাড়না আত্মহত্যার সিদ্ধান্তের পেছনে থাকে চরম বেদনা, হতাশা বা গ্লানি৷ সেই কষ্ট সহ্যের সীমা অতিক্রম করে যায়৷ দিশাহারা অবস্থায় মনে হয়, সব পথ বন্ধ হয়ে গেছে৷ অথচ সেই কষ্ট কম করা, তা নিয়ে চলতে পারাও কিন্তু সম্ভব৷ আত্মহত্যা নয়, বেঁচে থাকাই সঠিক সিদ্ধান্ত ‘এই জগতে আমাদের ঠাঁই নেই’ একা নয়, প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে পার্থিব জগত ছেড়ে চলে যাবার কঠিন সিদ্ধান্তও নেন কেউ কেউ৷ সমাজ, ধর্ম, সম্প্রদায় বা রাষ্ট্র তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় কোণঠাসা হয়ে মৃত্যুই একমাত্র পথ বলে মনে হয়৷ অথচ বিকল্প কি একেবারেই থাকে না?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us