ভিডিও স্টোরি: স্বাধীনতা পদক নিয়ে সমালোচনা | যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনাই প্রাধান্য
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১
স্বাধীনতা পদক নিয়ে সমালোচনা থামছেই না। বিশেষ করে, সাহিত্যে রইজ উদ্দিন ও সংস্কৃতিতে কালীপদ দাসের নাম ঘোষণা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। পুরস্কার বিবেচনার কমিটি’র যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ ও গবেষকরা । তারা বলছেন, যারা পুরস্কার দিচ্ছেন, তাদের সাহিত্য ও সংস্কৃতির পরিমন্ডল নিয়ে কোনো ধারণাই নেই। আর এখানেও যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনাই প্রাধান্য পেয়েছে বেশি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে।