যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ‘অনিবার্য’

এনটিভি প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ‘অনিবার্য’ বলে মার্কিনিদের সতর্কবার্তা দিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে শতকোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরিস্থিতি ‘ভালোভাবে নিয়ন্ত্রণে আছে’। এদিকে করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দ্বিতীয় দিনের মতো সূচকে পতন দেখা গেছে। চীন থেকে উৎপন্ন হওয়া সংক্রামক করোনাভাইরাসে বিশ্বজুড়ে দুই হাজার ৭০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার মানুষ। চীনের বাইরে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে বড় আকারে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এমন পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একষট্টি বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে দেশে ফিরেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us