আমাদের দেশে দিনদিন বিজ্ঞান শিক্ষার হার কমে যাচ্ছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা পাচ্ছে না আনন্দ। বিজ্ঞানের জটিল বিষয়গুলো তাদের কাছে উপস্থাপিত হয় না সহজ সরলভাবে। এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে আরো আকর্ষণীয় ও আনন্দময় করে তোলার প্রয়াসে আমেরিকা সরকারের অর্থায়নে এ.ই.আই.এফ ফ্যাক্টরের আওতায় জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বিগত পাঁচমাসব্যাপী ঢাকার ১০ টি স্কুলে ব্যাপকভাবে বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের আয়োজন করেছে।