টানা তিন দশকের বেশি সময় মিসর শাসন করেছেন হোসনি মোবারক। আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইলি বাহিনীর ওপর হামলার তিনিই ছিলেন পরিকল্পনাকারী। আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছিল। বিবিসি জানায়, মিসরের উত্তরাঞ্চলে কাফর আল মেসেলহায় ১৯২৮ সালের ৪ঠা মে জন্ম নেয়া হোসনি মোবারক নিজেও সামরিক বাহিনীর লোক ছিলেন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মোবারক ১৯৪৯ সালে মিসরের মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশন করেন। পরে ১৯৫০ সালে বিমান বাহিনীতে বদলি হয়ে কমিশন প্রাপ্ত হন। ১৯৭২ সালে দায়িত্ব লাভ করেন বিমান বাহিনী প্রধানের। মূলত বিমান বাহিনী প্রধান ও প্রতিরক্ষা বিষয়ক ডেপুটি মিনিস্টার হওয়ার পরই তার নাম ছড়িয়ে পড়ে। ১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের শুরুতে ইসরাইলি বাহিনীর ওপর হামলার তিনিই ছিলেন পরিকল্পনাকারী। পরে ১৯৭৫ সালে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে ভাইস প্রেসিডেন্ট বানান। ১৯৮১ সালে আনোয়ার সাদাত সামরিক বাহিনীর হাতে নিহত হন এবং এ ঘটনায় হোসনি মোবারকও আহত হন। আনোয়ার সাদাত নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্টের আসনে বসেন হোসনি মোবারক। টানা তিন দশকের বেশি সময় তিনি মিসর শাসন করেন।