মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পর এবার ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এই ক্র্যাশ প্রোগ্রাম চলবে এক সপ্তাহ পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর কলাবাগান মাঠ থেকে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় তিনি এডিস মশা নিয়ন্ত্রণে এর উৎস নির্মূলে নাগরিকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। সাঈদ খোকন বলেন, আমাদের এডিস মশা নিয়ন্ত্রণ করতে হলে এর উৎস নির্মূল করতে হবে। আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকদের সচেতন হওয়া এবং নিজ নিজ বসত বাড়ি, আঙ্গিনা ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখা। নাগরিকদের এডিস মশার প্রকোপ থেকে রক্ষাকল্পে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন এর অংশ হিসেবেই আজ স্পেশাল এ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হলো।