সকালের ঘন কুয়াশা ভেদ করে শিক্ষার্থীরা সমবেত হতে শুরু করে কুমিল্লা জিলা স্কুলে। গতকাল সোমবার সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) আয়োজিত এই উৎসব শুরুর আগেই শিক্ষার্থী-অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। সকাল সাড়ে ৮টায় উৎসব শুরুর ঘোষণা আসে।