মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৩

মাহাথির মোহাম্মদ পদত্যাগ করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদে কে আসছেন তা নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। গুঞ্জন উঠেছে, দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানায়। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ওয়ান আজিজাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে গেছেন মাহাথির। দেশটির অর্থমন্ত্রী দাতুক সেরি আজমিন আলিকে পিকেআরের ডেপুটি প্রেসিডেন্ট এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তা গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রী জুরাইদা কামারুদ্দিনকে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। ২০১৮ সালে মাহাথির সরকার গঠন করার পর মালয়েশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আজিজাহ। একইসঙ্গে দেশটির নারী, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বরত তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাথিরের দল পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন একটি পোস্টে জানান, ক্ষমতাসীন সরকার জোট পাকাতান হারাপান থেকে পদত্যাগ করেছে পিপিবিএম। তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিশেষ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বারসাতু এমপিরা পাকাতান হারাপান ত্যাগ করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us