আড়াই বছরেও বয়স্কভাতার চেক ভাঙাতে পারেননি নুরুল ইসলাম
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪০
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসহায় এক বৃদ্ধ প্রায় আড়াই বছর ব্যাংক ও সমাজসেবা অফিসে ধরনা দিয়েও তাঁর বয়স্ক ভাতার চেক ভাঙাতে পারেননি। উল্টো সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাজে আচরণ করেন বলে অভিযোগ করেন বৃদ্ধ নুরুল ইসলাম (৭০)। বৃদ্ধ নুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ৯ আগস্ট এবং ২০১৯ সালের ১০ এপ্রিল শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে ইস্যুকৃত বয়স্কভাতার দুটি চেক পেয়েছেন তিনি। তাঁর ওই চেকের টাকা তুলতে তিনি সাত বার সমাজসেবা অফিস ও স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করেন। কিন্তু চেকের টাকা তিনি তুলতে পারেননি। ‘ব্যাংকে গেলে কর্মকর্তারা বলেন, সমাজসেবা অফিসের তালিকার সঙ্গে আমার পাস বইয়ের তথ্যের গড়মিল থাকায় টাক