এত দিনে বোরো ধানের চারা রোপণ শেষ হওয়ার কথা। রোপণ করা ধানের খেতে পানিও থাকার কথা। কিন্তু পানি না থাকায় অনেক জমিতে এখনো হাল চাষ দেওয়া সম্ভব হয়নি। অনেক জমিতে ঘাস গজিয়ে উঠেছে। যেসব জমিতে ধানের চারা রোপণ করা শেষ হয়েছে পানির অভাবে সেগুলোর তলা শুকিয়ে ফেটে গেছে। ধান রোপণের সময় ফুরিয়ে আসায় পানির জন্য কৃষকেরা অস্থির হয়ে উঠেছেন।
মনু নদ সেচ প্রকল্পের মৌলভীবাজার সদর উপজেলার বেশ কিছু এলাকায় শাখা সেচ খাল...