‘নারীকে নিজের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হবে’
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠে। এ সব প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারীকে তার আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভঙ্গিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। শনিবার রাজধানীর বেইলী রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরো বলেন, যখন অনেক মানুষ একসঙ্গে কাজ করে তখন কোনো শক্তিই তাদের রুখতে পারে না। কারণ সব ভিন্নতা বা বৈচিত্র্যের মধ্যে একধরণের শক্তি রয়েছে।