সবার গলায় ঝুলছে স্মার্ট পরিচয়পত্র। শিক্ষার্থীরা এসে লাইব্রেরির সামনে একটি ডিজিটাল ডিভাইসের ওপর আঙুলের ছোঁয়ায় নিশ্চিত করছে তাদের হাজিরা। একটু পাশেই বেশ সুসজ্জিত একটি কক্ষে সাজানো রয়েছে নানা রকমের পণ্য। খাতা, কলম, শিক্ষাসামগ্রী, চকলেট, বিস্কুট, চানাচুর, হরেক রকম খাবারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র। দেখে মনে হলো একটি দোকান। কিন্তু দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা যে যার প্রয়োজনমতো জিনিস কিনে...