কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৫০ কিলোমিটার নালা ও ৬টি খাল ময়লা-আবর্জনায় ভরে যাওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য যেমন কুমিল্লা সিটি করপোরেশন দায়ী, তেমনি দায়ী নগরবাসীও।
সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, নগরের ২৭টি ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে চলা চর্থা খাল, কুমিল্লা সরকারি মহিলা কলেজ খাল, টমছম ব্রিজ খাল, রেসকোর্স জেলখানা খাল, সুলতানপুল ও নোয়াপাড়া খাল কয়েক মাস ধরে পরিষ্কার...