সারা দেশে উদযাপিত হিন্দু উত্সবগুলোর মধ্যে অন্যতম মহা শিবরাত্রি। এদিন ভক্তরা মন্দিরে শিব লিঙ্গকে দুধ, গঙ্গাজলে স্নান করিয়ে বিভিন্ন রকমের ফুল ও ফল দিয়ে পূজা করে থাকেন। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও বিশেষ এই দিনটি উদযাপন করছেন নানা আয়োজনের মধ্য দিয়ে।মহা শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। আর আজকের এই বিশেষ দিনটিতে তো এক বিশেষ ঘোষণা দিয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। সারোগেসি পদ্ধতির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলেউডের এই অভিনেত্রী।