‘ডাটাবেজ হলে সাংবাদিকদের সুরক্ষা দেবে প্রেস কাউন্সিল’
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করছেন। তাঁরা দেশ ও সমাজের কল্যাণে কাজ করছেন। আর সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করতে বদ্ধপরিকর। তাদের জীবন-মান উন্নয়নে করতে কাজ করতে চায়। কিন্তু সাংবাদিকদের সঠিক তথ্য না থাকায় তাদের কল্যাণ কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই সারা দেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে। ডাটাবেজের কাজ শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে। ডাটাবেজ হলে সাংবাদিক সুরক্ষার দায়িত্ব নেবে প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতার সুযোগ থাকবে না।’ গতকাল বুধবার ক