মুজিববর্ষে লালমোহনে নতুন ঘর পেল ২৫২৩ পরিবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৬

ভোলার লালমোহন উপজেলার ৯ ইউনিয়নের দুই হাজার ৫২৩ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে পরিবারগুলোকে এ ঘর উপহার দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবারগুলোর প্রতিনিধির হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়।অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সমাজের অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ভূমিহীন মানুষ রাস্তায় থাকবে না। আওয়ামী লীগ সরকার ভূমিহীন মানুষদের বিনা পয়সায় ঘরের ব্যবস্থা করে দিচ্ছে। এছাড়া বর্তমান সরকারের আমলে দারিদ্র্যের হারও অনেক কমে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us