কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে ঢাকায় হলো বর্ণাঢ্য অনুষ্ঠান
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৫
মহান মুক্তিযুদ্ধের বন্ধুদের স্মরণে ঢাকায় হয়ে গেল বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে মুক্তিযুদ্ধের পক্ষে আয়োজন করা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। সেই আয়োজন সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও ভালোবাসা জানানোই ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য। গত মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নিউইয়র্কের ফ্রেন্ডস অব ফ্রিডম এবং ঢাকার বিজবন্ড আইটি অনুষ্ঠানটির আয়োজন করে। শামীম আল আমিন বলেন, ‘আমি অনেক দূরে প্রবাসে থাকি। কিন্তু দেশ সব সময়ই থাকে আমার হৃদয়ে। সব সময়ই এক ধরনের তাগিদ অনুভব করি। দেশের প্রতি দায়বদ্ধত