কম্পিউটার ব্যবহার করেন অথচ কাট-কপি-পেস্ট বিষয়টির সঙ্গে পরিচয় নেই, এমনটি ভাবাই যায় না। যে কম্পিউটার বিজ্ঞানী এ বিশেষ সুবিধা নিয়ে এসেছেন সেই ল্যারি টেসলার মারা গেছেন। গত সোমবার ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্স এক বিবৃতিতে ল্যারি ট্যাসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেরক্স তাদের বিবৃতিতে জানায়, কাট-কপি-পেস্ট, ফাইন্ড ও রিপ্লেসহ আরও বেশ কিছু বহুল ব্যবহৃত কমান্ডের উদ্ভাবক ছিলেন ল্যারি। তার বৈপ্লবিক ধারণার কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। সোমবার তার মৃত্যু হয়েছে।…