সংযুক্ত আরব আমিরাতে মূল্যবান ঘড়ি চুরির অভিযোগে ২৬ বছর বয়সী এক ভারতীয় পরিচ্ছন্নতা কর্মীকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি ৮৬টি মূল্যবান ঘড়ি চুরি করেছেন, যার মূল্য ৮ দশমিক ৩ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি ৫৫ লাখ টাকা)। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এর খবরে বলা হয়েছে, ওই ভারতীয় ঘড়িগুলোকে দোকানের বাক্স থেকে নিয়ে আবর্জনা রাখার বিনে ফেলে রাখতো এবং পরবর্তীতে ওই আবর্জনা দোকানের বাইরে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঘড়িগুলো উদ্ধার করতেন। এরপর ঘড়িগুলো দুই পাকিস্তানি চোরাচালানকারীর কাছে সস্তায় বিক্রি…