বর্তমানে কম্পিউটারে বহুল ব্যবহৃত কাট-কপি-পেস্ট ফাংশনের জনক ল্যারি টেসলার মারা গেছেন।বর্তমানে কম্পিউটারে বহুল ব্যবহৃত কাট-কপি-পেস্ট ফাংশনের জনক ল্যারি টেসলার মারা গেছেন। সোমবার মারা যান এই কিংবদন্তি প্রযুক্তিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর বিবিসিরহাতেগোনা যে কয়েকজন উদ্ভাবকের কারণে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার সহজ হয়েছে ল্যারি টেসলার তাদের অন্যতম।১৯৬০ সালে যখন তিনি সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন তখন কম্পিউটার মানুষের কাছে দুর্বোধ্য ছিল।