দু’দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের মারকুটে শতকের পাশাপাশি শতক হাঁকিয়েছেন অধিনায়ক আল-আমিন জুনিয়রও। ৫ উইকেটে ২৮৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে বিসিবি একাদশ। এর ফলে ড্র দিয়ে শেষ হলো একমাত্র প্রস্তুতি ম্যাচটি। বিসিবি একাদশের হয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে ইনিংসের শুরু করেন মোহাম্মদ নাইম শেখ। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি...