world: সম্প্রতি গবেষণাপত্রটি ‘ল্যান্সেট সাইকিয়াট্রি’ জার্নালে প্রকাশিতও হয়েছে। সেখানে মূল দাবি একটিই। অল্প বয়সে অপরাধ করে এমন মানুষের প্রত্যেককে একই ছাঁচে ফেলে ভাবলে তা ভুল হবে।