নিজে মা হলেই কেবল মায়ের কষ্ট বোঝা যায়। বিশেষ করে যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁরা কথাটির গুরুত্ব বিশেষভাবে অনুধাবন করতে পারেন। মাসের পর মাস সন্তানকে পেটে লালন করে তবেই পৃথিবীর মুখ দেখান একজন মা। নির্দিষ্ট ক্ষণে যথেষ্ট কষ্ট স্বীকার করে তবেই সন্তানকে জন্ম দেন তিনি। সাধারণ প্রক্রিয়াই হোক কিংবা অস্ত্রোপচার, মাকে কষ্টের হাত থেকে রক্ষা করার কোনো উপায় নেই। তারপর তো অন্য এক যাত্রা। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর...