কয়েকদফা ভাঙার পর বিভিন্ন ইস্যুকে ঘিরে মতবিরোধের ফলে আবারো অস্থিরতা দেখা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদে (মার্কসবাদী)। বাসদ ভেঙে বাসদ (মার্কসবাদী) গঠনের সাত বছরের মাথায় দলটির ১৬ নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনায় নেতাকর্মীদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। দলের সাধারণ সম্পাদক মবিনুল হায়দার চৌধুরী দলের ১৬ নেতাকে বহিষ্কার করেন। বহিষ্কারাদেশ প্রত্যাখান করে বিবৃতি দিয়েছেন রংপুরের নেতারা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো বিবৃতিতে বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি এবং ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি আবু রায়হান বকসি ও সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় এক যুক্ত বলেন, দলের গুরুত্বপূর্ণ ১৬ জন নেতা দলের নিয়মনীতি ও শৃঙ্খলা নিয়ে সমালোচনা করায় তা মানতে না পেরে সাধারণ সম্পাদক মবিনুল হায়দার চৌধুরী সোমবার তাদের বহিষ্কার করেছেন।