এবার যমুনা-ব্রহ্মপুত্র নদীর জেগে ওঠা চর জুড়ে শুধু খেসারি কলাইয়ের চাষ হয়েছে। চারপাশে ফুটে আছে নীল রঙের খেসারি কলাই ফুল। ক্ষেতের পাশের সড়ক দিয়ে হেঁটে চলা পথিকের মনেও আনন্দ দিচ্ছে ফুলের মৌ মৌ গন্ধ। ফুল থেকে মধু সংগ্রহে মৌমাছির দল গুন গুন শব্দে চারদিক মুখরিত করে তুলছে। কৃষক মুখরিত মৌমাছির গুন গুন সুরে গান শুনে।