সময়ের আগেই ত্বকে বয়সের ছাপ পড়তে দেখা যায় নারী-পুরুষ উভয়কেই। তাই বয়সের ছাপ বা বলিরেখা নিয়ে চিন্তার শেষ থাকে না সবার। সেজন্য নিজেকে তারুণ্যময় রাখতে চেষ্টারও কমতি থাকে না। জেনে অবাক হবেন, কোনো প্রসাধনী নয়, বয়সের ছাপ দূর করতে মেহেদির তুলনা নেই। নিশ্চয় ভাবছেন ত্বক লাল হয়ে যাবে! না, সে ভয় একদমই নেই। মুখের ত্বকে মেহেদি ব্যবহারের নিময়টি পুরো আলাদা। চলুন জেনে নেয়া যাক সেই পদ্ধতিটি- ত্বকের যত্নে ফেসপ্যাক ব্যবহার করেন নিশ্চয়! প্রতিদিনের সেই ফেসপ্যাকে কয়েক ফোটা মেহেদি পাতার রস মিশিয়ে নিন। আর ফেসপ্যাক ১০ মিনিটের বেশি রাখবেন না। ব্যস, হয়ে গেলো। দেখবেন নিয়মিত এর ব্যবহারে বলিরেখা হবে গায়েব। আর আপনি হবেন দীপ্তিময়।