নারী নয়, সরকারবিরোধী আন্দোলন শুধু পুরুষদের করা উচিৎ, মুক্তাদা আল সদরের এ মন্তব্যের পর রাস্তায় নেমে এসেছেন ইরাকি নারীরা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৩
আসিফুজ্জামান পৃথিল : বৃহস্পতিবার রাজধানী বাগদাদ এবং দক্ষিনাঞ্চলীয় নগরী নাসরিয়াহতে কয়েক হাজার নারী ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন। তাদের দাবি পুরুষরা একা নয়, নারীরা সঙ্গে থাকলেই কেবল ইরাকের সুন্দর ভবিষ্যত কৈরি করা সম্ভব। দ্য ন্যাশনাল ফার্মেসির শিক্ষার্থী জয়নাব আহমেত বলেন, আমরা নারীর ভূমিকাকে সুরক্ষিত করতে চাই। পুরুষদের পাশাপাশি আমাদেরও অধিকার আদায়ের লড়াইতে সামিলের …