‘বসন্ত এসেছে দ্বারে, পুরাতন সাজিবে নতুন প্রাণের স্বরে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন উদীচী, চবির সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ রায়। এতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী, প্রফেসর এবিএম আবু নোমান, প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর আনোয়ার সাঈদ, উদীচী চবি সংসদের সহ-সভাপতি কবি ইউসুফ মুহম্মদ প্রমুখ।দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর পরিবেশনা ছাড়াও ছিল অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, রঁদেভু শিল্পীগোষ্ঠী এবং লোকজ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজা-ই-রাব্বী নওরোজ এবং পার্থ প্রতীম মহাজন। প্রেস বিজ্ঞপ্তি।