ভালোবাসার জগৎ সৃষ্টির মাধ্যমে এগিয়ে যাব আগামীর পথে

দৈনিক আজাদী প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৯

প্রতি বছর নব উদ্দীপনায়, নব চেতনায়, নতুন সাজে আমি সজ্জিত হই তোমার প্রেমের পরশ পাওয়ার জন্য। তোমার প্রেমধারা বইবার শক্তি আমার নেই। তোমার যত প্রেম, ভালোবাসা আছে তা প্রতিনিয়ত আমার হৃদয় ছুঁয়ে যায়। ১৪ ফেব্রুয়ারি আমরা ভালোবাসা দিবস পালন করি। ফুলের দোকানগুলো থেকে নতুন ফুলের গন্ধে চারদিকে মুখরিত হয়। মৌমাছিগুলো এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায়। বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে একজন আরেকজনের মন জয় করার চেষ্টা করেন। ভাব বিনিময়ের এই চিত্র আমার মাঝে বিভিন্ন প্রশ্নের সমাহার নিয়ে উপস্থিত হয়। খারাপ লাগে যখন পত্রিকার পাতায় দেখি প্রেমিকের সাথে দেখা করতে যাওয়া মেয়েটি তার প্রেমিক দ্বারা ধর্ষিত হয়েছে। প্রেমে সাড়া না পেয়ে কোনো যুবক যখন কোনো যুবতীর উপর এসিড নিক্ষেপ করে তখন আমি মর্মাহত হয়ে পড়ি। নিজেকে প্রশ্ন করি ভালোবাসা মানে কি ধর্ষণ? ভালবাসা মানে কি এসিড নিক্ষেপ? ভালোবাসা মানে একজন আরেকজনকে গভীরভাবে জানা। যে জানার মাঝে কোনো বিকৃত চাওয়া থাকবেনা। যাদের অনুভব হবে নতুন কিছু সৃষ্টি করার। যে সৃষ্টি প্রেমকে অমর করে রাখবে। দিবসটি আমাকে স্মরণ করিয়ে দেয় আমি ঘরের বৃদ্ধ মা বাবার প্রতি যত্ন করছি কিনা? আমরা আমাদের মা বাবাকে ভালোবাসব। ওহে প্রিয়তম আমি নতুন ভাবে নিজেকে রাঙিয়ে তোলার চেষ্টা করছি। যে বাসায় অথবা যে বাড়িতে স্বামী আর স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকেনা সেখানে ভালোবাসার অভাবে সন্তানগুলো বিপথে পরিচালিত হবে। ওহে প্রিয়তম তুমি তোমার সৃষ্টির সবকিছু দিয়ে আমাদের ভালোবাসার শিক্ষা দিচ্ছ। আমাদের কি এত শক্তি আছে এই ভালোবাসার মাহাত্ম্য বুঝার বা জানার। তোমার কাছে মিনতি করছি এই ভালোবাসা থাকুক বাড়িতে, সমাজে, রাষ্ট্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, নিজের কর্ম প্রতিষ্ঠানে। আমি প্রার্থনা করছি এই ভালোবাসা থাকুক মানুষে মানুষে। সবাই সবাইকে জানুক, বুঝুক। হে মহান স্রষ্টা তুমি তো আমার প্রেম, আমার ভালোবাসা। তুমি ভালোবাসার এক শান্তিময় পরিবেশ সৃষ্টি করে দাও আমাদের সবার অন্তরে অন্তরে। আমরা যেন এমন কিছু না করি যাতে মানুষের অন্তরে ব্যথা লাগে। আমরা এমন কিছু করব না যাতে পরিবেশের শান্তি বিনষ্ট হয়। শান্তি আর ভালোবাসার এক জগৎ সৃষ্টির মাধ্যমে আমরা এগিয়ে যাব আগামীর পথে। শুভ ভালোবাসা দিবসের শুভ কামনায় সিক্ত হোক সবার অন্তর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us