চীনে করোনাভাইরাসের কারণে উপকূলীয় এলাকায় উৎপাদিত কুচিয়া ও কাঁকড়া রফতানি বাণিজ্যে ধস নেমেছে। হঠাৎ করে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করছে সুন্দরবন থেকে কাঁকড়া সংগ্রহকারী জেলেরা। প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। সময় মত বিক্রি না হওয়ায় অসংখ্য খামারে মড়ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারা। হুমকিতে পড়বে রফতানিমুখী এই খাত। জেলা মৎস্য বিভাগের তথ্য, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকায় চিংড়ি মাছের পাশাপাশি বিদেশে চাহিদা থাকায় স্বল্প বিনিয়োগে অধিক লাভের আশায় হাজার হাজার মানুষ কুচিয়া ও কাঁকড়া চাষ করছে।