‘বখাটে স্টাইলে’ চুল না কাটার নির্দেশ পুলিশ পরিদর্শকের
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮
শিক্ষার্থীদের বখাটে স্টাইলে চুল না কাটতে নির্দেশ দিয়েছেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেলুন মালিকদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি এ নির্দেশ দেন। এ সময় সেলুন মালিকদের চুল কাটার স্টাইলিশ ফেস্টুন সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন পুলিশের এ কর্মকর্তা। মোমিনুল হক নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মার্জিতভাবে চলাচল করতে হবে। কারণ শিক্ষার্থীরাই গড়বে সুন্দর সমাজ। তাই শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পোশাকসহ সব কিছুই মার্জিত হওয়া প্রয়োজন। পুলিশের…