স্বল্প সময়ের মধ্যে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতিমধ্যে ওই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক দৈনিক ইত্তেফাককে বলেন, স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সাথে পিএসসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলক্ষ্যে ৩৮তম বিসিএসের ফলাফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে। ৩৮তম বিসিএস চলমান অবস্থায় ৩৭, ৩৯, ৪০ এবং ৪১তম বিসিএসের কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে ৩৭ এবং ৩৯তম বিসিএস কার্যক্রম শেষ করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিবছর একটি করে বিসিএস শেষ করা হচ্ছে। গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।