বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের বৈঠক শুরু আজ

ইত্তেফাক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২

বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩তম সভা আজ বুধবার ঢাকায় শুরু হতে যাচ্ছে। এবারের সভায় জনশক্তি ও কর্মসংস্থান, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন বিনিয়োগসহ রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আবদুল রহমান গাসিম সভায় নেতৃত্ব প্রদান করবেন। ইআরডি সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই সভায় শিল্প, বিদ্যুত্ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, তথ্যযোগযোগ প্রযুক্তিসহ ধর্ম খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি সরকার বাংলাদেশের পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যে তাগিদ দিচ্ছে, সে বিষয়টি যৌথ কমিশনে আলোচনা হতে পারে। সৌদিতে ৪২ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবস্থান করছে বলে দেশটি দাবি করছে। এদের কাজের মেয়াদ শেষ হয়ে অনিয়মিত হয়ে পড়েছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি আরব। বিষয়টি সভায় আলোচনা হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us