বিশ্বকাপজয়ী শরিফুলের অজানা গল্প

এনটিভি প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

ক্রিকেটের নতুন তারকা বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলের অন্যতম সদস্য শরিফুল ইসলাম এখনো দক্ষিণ আফ্রিকায়। তবে তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার নগরডাঙ্গায় উৎসবের আমেজ বিরাজ করছে। দেবীগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তি ও ক্রিকেট ভক্তরা শরিফুলের বাড়িতে ভিড় করছেন এবং চলছে মিষ্টি খাওয়া আর আনন্দ উল্লাস। রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বিজয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শরিফুলের অবদান তাঁর এলাকার লোকজনের নজর এড়ায়নি। সোমবার সকাল থেকে তাঁর বাড়িতে অভিনন্দন জানাতে ভিড় করছেন অনেকেই। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসনাৎজ্জামান চৌধুরী জজ, আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, দন্ডপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামেদুল ইসলাম শরিফুলদের বাসায় গিয়ে শরিফুলের বাবা-মা, পরিবারের সদস্যসহ এলাকাবাসীকে মিষ্টিমুখ করান এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us