১৮০০ মাদ্রাসায় মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ করা হবে

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩

জাতীয় সংসদ ভবন থেকে: মুজিববর্ষ ২০২০ উপলক্ষে নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় এক হাজার আটশ’ মাদ্রাসায় মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছা. শামীমা আক্তার খানমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় সব মাদ্রাসায় ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি পালনে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য ২০১৯-২০ অর্থবছরে প্রায় একশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us