জার্মানির হ্যামিলন শহরের হ্যামিলনের বাঁশিওয়ালার কথা নিশ্চয়ই মনে আছে। সেই বাঁশিওয়ালা তার সুরের জাদুতে শহরকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করেছিলেন। পরে তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে শহরের শিশুরা কোথায় যেন হারিয়ে যায়! বাস্তবে কেউ সেই বাঁশিওয়ালাকে দেখেননি। এবার সেই বাঁশিওয়ালাকে দেখা মিলবে ঢাকায়! তবে তা বাস্তবে নয়, বাঁশিওয়ালার দেখা মিলবে একটি ধারাবাহিক নাটকে। নাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’। এটি রচনা ও পরিচালনা করেন আশরাফুজ্জামান। এ নির্মাতা বলেন, আমি কোনো রূপকথার গল্প বলতে চাই না। আমার উদ্দেশ্য ঢাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের সংগ্রাম ও সমস্যার কথা বলা। তবে একটু ভিন্ন আঙ্গিকে। রূপকথার চরিত্রগুলো এখানে রূপক। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।