ছোট পর্দার চেনা মুখ মধুমিতা সরকার বড় পর্দায় প্রথম ছবির ট্রেলারেই করেছেন বাজিমাত। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'লভ আজ কাল পরশু'। ছবি মুক্তির আগে ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার নিয়ে ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারটি পূর্বপশ্চিমবিডি ডট নিউজের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো- আপনার ছবির কথা পরে শুনব। আগে বলুন তো, ইনস্টাগ্রামে প্রায় চার লাখ স্পর্শ করবে আপনার ফলোয়ারের সংখ্যা। আপনি এত জনপ্রিয় শুধুই ধারাবাহিক করে? ধারাবাহিক ছাড়া তো আমি আর কিছু করিনি। আজও লোকে আমায় ‘বোঝে না সে বোঝে না’-র ‘পাখি’ বলে জানে। সেই ‘কেয়ার করি না’ থেকেই লোকে আমায় ভালোবাসে। ‘কুসুমদোলা’-র ইমনকে নিয়ে লোকে আজও পাগল। ধারাবাহিক থেকে এত জনপ্রিয়তা পেয়েও সিনেমায় চলে গেলেন? একজন অভিনেত্রী সারা জীবনই কি ‘পাখি’ বা ‘ইমন’ শাড়ি, সালোয়ার কামিজ, সাধারণ মেয়ে, এভাবেই থেকে যাবে তা কি হয়?