বাচ্চাদের পানির ঢেউ থেকে রক্ষা করে পিঠে করে তীরে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছে বাবা কুমিরটি। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান। ছবিটির ক্যাপশনে প্রবীণ কাসওয়ান লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ধৃতিমান মুখোপাধ্যায়ের তোলা ওই ছবিতে দেখা গেছে সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছিল ওই কুমিরটি। প্রবীণ কাসওয়ান আরো জানান, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবেই। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি। এই পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্ববান বাবা হিসেবে বর্ণনা করেছেন।