অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মন্থর শুরু করে ভারত। তবে যশস্বী জাসওয়ালের আরো একটি দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে লড়াই চালিয়ে যায় ভারত। সেই যশস্বীকে ফিরিয়ে বাংলাদেশকে আবারো ম্যাচের নিয়ন্ত্রণে বসালেন শরিফুল ইসলাম। ১১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে টেনে তোলেন যশস্বী। কিন্তু তার আক্রমণ থামান শরিফুল ইসলাম। ১২১ বলে ৮৮ রান করে শরিফুলের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন যশস্বী। পরের সিদ্ধেশ বীরের (০) উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছেন শরিফুল।