প্রায় দেড় যুগ পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর আগে ২০০২ খ্রিষ্টাব্দে সেমিস্টার পদ্ধতিতে (ছয় মাসের সেমিস্টার) পাঠদান শুরু হলেও পরবর্তী সময়ে পাঠ্যক্রমে আর তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। গত ২২ জানুয়ারি থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের নিয়মিত ক্লাস শুরু হয়েছে। এত নতুন পাঠ্যক্রমে পড়ানো হচ্ছে বাকৃবি শিক্ষার্থীদের।