ম্যাচ ফিক্সিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘুষ লেনদেনের অভিযোগে জামশেদ আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার তাকে ১৭ মাসের কারাদণ্ডের আদেশ দিলেন আদালত। ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট এই রায় ঘোষণা করেছেন। নাসির জামশেদের পাশাপাশি আরো দুই ক্রিকেটারের নামে শাস্তি ঘোষণা করেছেন আদালত। যেখানে স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে...