পদ্মা সেতুসহ ছয় প্রকল্পের কাজ ব্যাহত, ৭ শতাধিক কর্মী চীনে
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০
পদ্মা সেতুসহ দেশের ছয়টি বড় প্রকল্পে কর্মরত সাত শতাধিক চীনা নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরতে নিষেধ করেছে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। চীনা নববর্ষ উদযাপনসহ নানা কারণে এরা ছুটি নিয়ে বাংলাদেশ থেকে চীনে গিয়েছিলেন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসব প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে ফিরতে নিষেধের পাশাপাশি বর্তমানে প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের চলাচল এবং দৈনন্দিন কার্যক্রমে কিছু বিধি-নিষেধ আনা হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ এসব প্রকল্পে স্থাপন করা হয়েছে বিশেষ চিকিৎসা কেন্দ্র।